দাবি বাস্তবায়নের আশ্বাসে ঘরে ফিরবেন না বুয়েট শিক্ষার্থীরা

আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে দাবিগুলো নিয়ে বুয়েট উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার কথা আন্দোলনকারীদের। তারা জানিয়েছেন, ১০ দফা দাবির বিষয়ে কোনও আশ্বাসে কাজ হবে। সব দাবির বাস্তবায়ন চায় তারা। অন্যথায় আন্দোলন চালিয়ে যাবেন।

শুক্রবার বেলা ১১টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করছেন শিক্ষার্থীরা। বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে চলছে বিক্ষোভ আর প্রতিবাদী বিভিন্ন স্লোগান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবেন।

জানা যায়, বিকাল ৫টায় উপাচার্যের সঙ্গে বৈঠকে সাংবাদিকরা প্রবেশ করতে পারলেও সরাসরি সম্প্রচার এবং কোনও ধরনের প্রশ্ন করতে পারবে না।