তাজরীন ফ্যাশনসের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন





মানববন্ধনতাজরীন ফ্যাশনস লিমিটেডের আহত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজরীন ফ্যাশনসের ১১৩ জন শ্রমিক নিহত হন। আহত হন আরও অনেক শ্রমিক। ওই সময় প্রধানমন্ত্রী, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়, ব্যাংক, বীমা, এনজিওসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান সাহায্য-সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকরা কোনও সাহায্য-সহযোগিতা পাননি।

শ্রমিকরা বলেন, আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা বহুবার বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্ণা দিয়েছি। কেউ আমাদের কোনও ধরনের সাহায্য-সহযোগিতা করেননি। মুখরোচক শিরোনামের জন্য মিডিয়ায় ঘোষণা দিলেও বাস্তবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। ইতোমধ্যে বহু শ্রমিক পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন। তাদের সার্বিক সহযোগিতা করা খুবই প্রয়োজন।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক মো. বাহারানে সুলতান বাহারসহ তাজরীন ফ্যাশনসের শ্রমিকরা উপস্থিত ছিলেন।