অতিরিক্ত সচিব হলেন ১৫৬ কর্মকর্তা





গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবিভিন্ন মন্ত্রণালয়ের ১৫৬ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (২৩ অক্টৈাবর) সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপ জারি করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৬ জুন ১৩৬ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতির দিয়েছিল সরকার।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১৫৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি। পদোন্নতি পাওয়া ১৫৬জনসহ বর্তমানে প্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯ জন। বর্তমানে অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১২২টি।

 

অতিরিক্ত সচিব