ওএসডি হলেন বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান

 


মো. মশিয়ার রহমানবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. মশিয়ার রহমানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। গত রবিবার (২০ অক্টোবর) এই অতিরিক্ত সচিবকে ওএসডি করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. কামরুল আহসানকে।
বুধবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মশিয়ার রহমানের বয়স বিষয়ে ২০১৮ সালে কোর্টে একটি মামলা হয়। তাতে আদালত জানিয়েছেন, মামলা চললেও তার বদলিতে কোনও বাধা নেই। সে হিসেবে তিনি বদলি হতে পারেন।’
এর আগে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে মশিয়ার রহমানকে বিআরটিএর পরিচালক থেকে চেয়ারম্যান করা হয়।