ভারতে নতুন রাষ্ট্রদূত ইমরান, বাহরাইনে নজরুল

মোহাম্মাদ ইমরান ও মো. নজরুল ইসলামভারত ও বাহরাইনে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে সরকার। ভারতে মোহাম্মাদ ইমরান এবং বাহরাইনে মো. নজরুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। আর দূতাবাস উপপ্রধান হিসেবে সৌদি আরবের রিয়াদে কর্মরত আছেন মো. নজরুল।
ইমরান ১৯৮৬ সালের বিসিএস ফরেন সার্ভিস ব্যাচের অফিসার। কর্মজীবনে তিনি জেদ্দা, বন, বার্লিন, অটোয়া ও কলকাতা মিশনে কাজ করেছেন। এর আগে তিনি উজবেকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন।
ময়মনসিংহ মেডিক্যালের ছাত্র ইমরান বিবাহিত। তার দুটি মেয়ে আছে।
বিসিএসের ১৫তম ব্যাচের কর্মকর্তা নজরুল দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ইরাকে কাজ করেছেন। অস্ট্রেলিয়া থেকে পানিনীতি ও সুশাসনের ওপর তিনি পিএচডি ডিগ্রি অর্জন করেছেন। নজরুল বিবাহিত। তার তিন সন্তান রয়েছে।