ট্রেন দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে রেলমন্ত্রীর শোক

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এসময় তিনি নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলপথমন্ত্রী বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

এতে আরও বলা হয়েছে, রেলপথমন্ত্রী দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা দেন মন্ত্রী।