দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি রওনা দিয়েছেন।
এই যাত্রার আগমুহূর্তে তাকে বিদায় দিতে যাওয়া মন্ত্রীসহ অন্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিনি পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন। আজ তার বাসায় (গণভবনে) পেঁয়াজ ছাড়া সব রান্না হয়েছে। পেঁয়াজ ছাড়াও তরকারি সুস্বাদু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দুবাই পৌঁছানোর পর বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সেখানে তিনি দুবাই এয়ার শো-২০১৯-সহ বেশকিছু অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর দুবাই সফরের সময় তিনটি সমাঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। সেগুলো হলো— দুই দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা চুক্তি, দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সহযোগিতা চুক্তি এবং দুবাইতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে জমি বরাদ্দসংক্রান্ত প্রোটোকল।
চার দিনের সফর শেষে আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।