লিবিয়ায় বিমান হামলায় ১ বাংলাদেশি নিহত, আহত ১৫

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় এক বাংলাদেশিসহ অন্তত ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ বাংলাদেশিসহ ৩০ জন। সোমবার (১৮ নভেম্বর) সকালে ত্রিপলির ওয়াদি রাবিয়া এলাকার সানবুলাহ বিস্কুট ফ্যাক্টরিতে এ হামলা হয়। লিবিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেকেন্দার আলী এসব তথ্য জানিয়েছেন।

e2cc032d-63d4-4c86-bcd2-4a8aa2ee5afa_16x9_788x442

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর কথা জানা যায়। পরে তাজুরা হার্ট হসপিটাল, ত্রিপলি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সারে জাওইয়া কেন্দ্রীয় হাসপাতাল এবং আবু সেলিম হাসপাতালে খুঁজে দেখে দূতাবাস কর্মকর্তারা।

দূতাবাস সূত্র জানায়,  এসব হাসপাতালে নিহত ৬ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তিনি হলেন রাজশাহীর আবুল হাছান ওরফে বাবুলাল। এছাড়া আরও ১৫ জন বাংলাদেশিকে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে। আহত বাংলাদেশিদের মধ্যে কুমিল্লার মো. ইমন ও ঝিনাইদহের মোহাব্বত আলীর অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ত্রিপলি মেডিক্যাল কলেজের আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন।

নিহত অন্য ৫ জনের মধ্যে দুইজন লিবীয় নাগরিক এবং বাকি ৩ জন আফ্রিকার বিভিন্ন দেশের শ্রমিক।