আসামির মাথায় আইএস’র টুপি: কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি

আসামির মাথায় আইএস`র টুপিহলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান কীভাবে আইএস’র টুপি পেলো সেব্যাপারে কারা কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল পাশা জানিয়েছেন, ‘এই টুপি সে কারাগার থেকে সংগ্রহ করেছে কি না তা খতিয়ে দেখতে এডিশনাল আইজি প্রিজনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, রায় পরবর্তী প্রতিক্রিয়ার জন্য সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএস’র টুপি

উল্লেখ্য, রিগ্যানসহ অন্যান্য আসামিদের বুধবার সকাল সোয়া ১০টার দিকে আদালতের গারদে নেওয়া হয়। তখন রিগ্যানের মাথায় এই লোগোসহ টুপি ছিল না। রায় ঘোষণা শেষে অন্যান্য আসামিদের সঙ্গে বের করে আনার সময় তার মাথায় আইএস’র লোগোসহ টুপি দেখা যায়। অন্য আসামিদের সঙ্গে রিগ্যানও এসময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে।

হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় কীভাবে আইএস’র টুপি এলো সেব্যাপারে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, বিষয়টি তারা তদন্ত করে দেখবেন।

আরও পড়ুন- 

আইএস’র টুপি পরে আদালতে, রায়ের পর আল্লাহু আকবর ধ্বনি

আদালতে আসামির মাথায় কীভাবে আইএস’র টুপি, তদন্ত করবে সরকার