চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন ১৩ জানুয়ারি

নির্বাচন কমিশনআগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন রবিবার (১ ডিসেম্বর) এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। বাছাই ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ ডিসেম্বর।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২, মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪। নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।


এছাড়া একইদিনে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা এবং চাঁদপুরে হাইমচর উপজেলার ভোট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর কারণে তার আসনটি শূন্য হয়।