৬০০ প্রতিবন্ধীর আবাসিক সুবিধা থাকবে সুবর্ণ ভবনে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদসমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘আজ জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে আগামী ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০০ কোটি টাকা ব্যয়ে ১৫ তলার এই ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা, শিক্ষা ও প্রশিক্ষণ পুনর্বাসনের ব্যবস্থা থাকবে। একইসঙ্গে ৬০০ প্রতিবন্ধীর আবাসিকের সুবিধার জন্য ডরমেটরি থাকবে। এরমধ্যে থাকবে ৩০০ পুরুষ ও ৩০০ মহিলা।’
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ১৬ লাখ ৭৯ হাজার প্রতিবন্ধী রয়েছে, যাদের নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। এরমধ্যে এক লাখ ছাত্র অর্থনৈতিক সুবিধা পাচ্ছে। এদের মধ্যে যারা স্কুলগামী প্রতিবন্ধী তারা মাসে পায় ৭০০ টাকা করে। যারা কলেজে যায় তারা ২ হাজার করে টাকা পায়। আর এই ১৬ লাখ ৭৯ হাজার প্রতিবন্ধী সবাই প্রতি মাসে ৭৫০ টাকা করে আজীবন আর্থিক সহায়তা পাবে।’
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল এবং সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার উপস্থিত ছিলেন।