রোহিঙ্গা ক্যাম্পে কলেরা মহামারি পর্যায়ে পৌঁছায়নি: স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক (ফাইল ছবি)রোহিঙ্গা ক্যাম্পের কলেরা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনও সে রকম কোনও খবর নেই যে, ওখানে কলেরা বা ডায়রিয়া মহামারি আকারে ছড়িয়েছে। আমাদের দেশে সাধারণত এই সময়ে ডায়রিয়া ছড়ায়। রোহিঙ্গা ক্যাম্পে অনেক ডাক্তার, নার্স রয়েছেন; তারা কাজ করছেন। আমাদের সঙ্গে বিভিন্ন এনজিও এবং দাতা সংস্থাও কাজ করছেন। এ ধরনের কোনও কিছু ঘটলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।’

বুধবার (৪ ডিসেম্বর) রাতে একাত্তর টেলিভিশনের টকশো অনুষ্ঠান ‘একাত্তর জার্নাল’-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিথিলা ফারজানা। অতিথি হিসেবে ছিলেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে। স্যালাইন যা লাগে, আমরা ব্যবস্থা করবো। রোহিঙ্গা ক্যাম্পে কলেরা নিয়ন্ত্রণে এ পর্যন্ত প্রায় ২৫ লাখ ভ্যাক্সিন দিয়েছি। প্রথমবারে আমার উপস্থিতিতে একবারে ৯ লাখ ভ্যাক্সিন দেওয়া হয়। সেটা খুবই কার্যকরী হয়েছিল।’
অতিথিদের প্রশ্নের উত্তরে জাহিদ মালেক বলেন, ‘যদি সেখানে কলেরা ছড়ায়, তা অবশ্যই উদ্বেগের কারণ। আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও দাতা সংস্থার মধ্যে কো-অরডিনেশনের ভিত্তিতে সেখানে কাজ হয়।’

কলেরা মহামারি আকার ধারণ করলে তা মন্ত্রী কত দ্রুত জানতে পরবেন— অতিথিদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেখানে আমাদের ও ডিজি অফিসের কন্ট্রোল সেন্টার রয়েছে। আশা করি, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে, দ্রুতই খবর পেয়ে যাবো।’