খুলনা নিউজপ্রিন্ট মিলের জায়গায় টিএসপি কারখানা নির্মাণের প্রতিশ্রুতি

খুলনা নিউজপ্রিন্ট মিল পরিদর্শনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারদীর্ঘদিন বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেডের জায়গায় ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানা নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। রবিবার (৮ ডিসেম্বর) মিলটি পরিদর্শনের সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশে টিএসপি সারের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কারখানা রয়েছে মাত্র একটি। অন্য দিকে শিল্পনগরী হিসেবে খুলনার একটি ঐতিহ্য রয়েছে। এখানে টিএসপি সার কারখানা নির্মিত হলে তা দেশের চাহিদা যেমন মেটাবে তেমনি এই এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে।
এর আগে প্রতিমন্ত্রী খুলনার শিরোমণি সারের গোডাউন এবং রূপসা নদীর তীরে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। অপচয় রোধে যথাযথভাবে সার সংরক্ষণ এবং কৃষক যেন সময়মতো সার হাতে পান সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম, পরিচালক (বাণিজ্যিক) মো. আমিনুল আহসানসহ বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।