দায়িত্বশীল হতে হবে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞদের: শিক্ষামন্ত্রী





অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিন্যায় বিচার প্রতিষ্ঠায় ফরেনসিক রিপোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘সঠিক প্রক্রিয়া ও স্বল্প সময়ের মধ্যে যথাযথ ফরেনসিক রিপোর্ট না দিলে ন্যায় বিচার প্রক্রিয়া ব্যাহত হয়। অপরাধী শনাক্তকরণে সমস্যা হয়। নিরপরাধ ব্যক্তি শাস্তি পেয়ে যেতে পারে। এ ব্যাপারে ফরেনসিক মেডিসিন বিশেজ্ঞদের দায়িত্বশীল হতে হবে।’

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ইন্দো-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অফ ল মেডিসিন অব সায়েন্স (ইনপাল্মস)-এর ১৩তম আন্তর্জাতিক কংগ্রেসের ‘জাস্টিস থ্রু ল, মেডিসিন অ্যান্ড সায়েন্স’ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে ক্রিমিনালরাও প্রযুক্তি ব্যবহার করে। তাই ন্যায় বিচারের স্বার্থে স্বাস্থ্য বিভাগ, বিচার বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগসহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জরুরি।’
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশে ক্রাইমের হার অনেক কম।’
কংগ্রেসে বাংলাদেশেসহ পৃথিবীর অনেক দেশের উল্লেখযোগ্য সংখ্যক ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অংশ নেন।