ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা দ্রুত নেওয়ার সুপারিশ

সংসদীয় কমিটির বৈঠকইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা স্থগিতের সঙ্গে সমাজসেবা অধিদফতর বা মন্ত্রণালয়ের কারো সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। পাশাপাশি এই স্থগিত পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়া বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়ার জন্য প্রকৃত ও সঠিক বিধবা ও স্বামী পরিত্যক্তাকে চিহ্নিত করতে স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি সংরক্ষিত নারী ও নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতাভোগীর তালিকা যথাযথভাবে না হওয়ার অভিযোগ তোলেন বলে জানা গেছে।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ ক ম সরওয়ার জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।