প্রাইম প্লাস্টিক কারখানা মা‌লিক‌ের শাস্তি দা‌বি

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিলকেরানীগঞ্জের প্রাইম প্লাস্টিক কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দা‌বি জা‌নি‌য়ে‌ছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। এছাড়া পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিও মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার (১৩ ডি‌সেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তারা এ দা‌বি জানায়।

শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রাইম প্লাস্টিক কারখানায় গত দু বছরে চার বার আগুন লেগেছে। তখন ব্যবস্থা নিলে আজ ১৩ শ্রমিক নিহত হতেন না। এখন মন্ত্রীসহ শ্রম দফতরের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা বলছেন, এ কারখানা চালানোর কোনও অনুমোদন মালিকের নেই। প্রশ্ন হচ্ছে রাজধানীর কেন্দ্র থেকে মাত্র ৪/৫ মাইলের দূরত্বে এই কারখানা চলছিল কার অনুমতিতে? শ্রম দফতর ও মন্ত্রীরা কি দায়িত্ব পালন করেছেন? কারখানার মালিক কি সরকার থেকেও শক্তিশালী?’

খুলনার প্লাটিনাম জুট মিলে অনশনরত পাটকল শ্রমিক নিহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, আব্দুস সাত্তার নিহত নয়, রাষ্ট্রের অবহেলায় সে হত্যার শিকার হয়েছে। শ্রমিকেরা একবার মজুরি থেকে বঞ্চিত হয়ে মারা যায়, আবার অগ্নিকাণ্ডে বিল্ডিং ধ্বসে মারা যায়, শ্রমিকের জীবনের নিরাপত্তা কোথায়। শ্রমিকের জীবনমান উন্নয়নে ও পাটশিল্প রক্ষায় রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের ঘোষিত নতুন মজুরি কাঠামো কার্যকর করাসহ ১১ দফা দাবি বাস্তবায়ন দ্রুত করতে হবে।

সংগঠনের মহানগর শাখার সভাপতি জুলফিকার আলী সভাপ‌তি‌ত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র সাহা, মহানগর শাখার সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন প্রমুখ।