শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা মোদির

সোমবার নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূতবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ১৬ ডিসেম্বর (সোমবার) ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীকে এসব কথা বলেন মোদি।

মেয়াদ শেষে আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিল্লি ছাড়বেন ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলী। সোমবার তিনি মোদির সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান। সে সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন মোদি। মোয়াজ্জেম আলীর মেয়াদকালের পাঁচ বছরকে দুই দেশের মধ্যকার সম্পর্কের সোনালি অধ্যায় আখ্যা দেন তিনি।

রাষ্ট্রদূতের সঙ্গে ৩০ মিনিটের বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। বিদায়ী রাষ্ট্রদূতকে তিনি বলেন, ওই অনুষ্ঠানে যোগ দিতে তিনি উন্মুখ হয়ে আছেন।

সাক্ষাতের সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা উপহার দেন বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত।