তালোড়ায় রেল অবরোধ কর্মসূচি পুলিশের বাধায় ভণ্ডুল

২২২২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া স্টেশনে আন্তঃনগর লালমনি ও রংপুর এক্সপ্রেস থামানোর দাবিতে পৌরবাসীর রেল অবরোধ কর্মসূচি পুলিশি বাঁধায় ভণ্ডুল হয়েছে। এরপর রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে লালমনিরহাট ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস তালোড়া স্টেশন অতিক্রম করে।

দাবি আদায়ে স্টেশন মাস্টারের মাধ্যমে রেলের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তালোড়া স্টেশন মাস্টার মারুফা শারমিন এটি গ্রহণ করেছেন। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- তালোড়া রেল স্টেশন বগুড়া ও সান্তাহার মধ্যবর্তী স্টেশন। প্রাচীন বাণিজ্যিক এলাকা তালোড়ায় পেপার মিল, জুট মিল, টাইলস মিল, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, প্রায় ২৫০টি চাতাল, সরকারি খাদ্য গুদাম, সরকারি কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এলাকার গুরুত্ব বিবেচনা করে ব্রিটিশ সরকার তালোড়া রেল স্টেশন স্থাপন করে। এই স্টেশন দিয়ে বগুড়া শহর, দুপচাঁচিয়া উপজেলাসহ পাশ্ববর্তী আদমদীঘি, কাহালু ও নন্দিগ্রাম উপজেলার অনেক যাত্রী যাতায়াত করে থাকেন। ঢাকাগামী যাত্রীদের গুরুত্ব বিবেচনা করে এলাকাবাসী তালোড়া স্টেশনে আন্তঃনগর লালমনি ও রংপুর এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবি জানানো হচ্ছে।

এই দাবি বাস্তাবায়নে রবিবার দুপুরে তালোড়া রেলস্টেশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস অবরোধের কর্মসূচি গ্রহণ করে। খবর পেয়ে বোনারপাড়া রেলের নিরাপত্তা বিভাগের ইন্সপেক্টর বেনজুর রহমানের নেতৃত্বে এবং বগুড়া রেলওয়ে পুলিশের সদস্যরা সকাল থেকেই তালোড়া স্টেশনে অবস্থান নেন। পুলিশ প্রথমে অবরোধ কর্মসূচি বন্ধ করার অনুরোধ জানায়। পরে বাঁধা দিলে কর্মসূচি ভণ্ডুল হয়ে যায়।