অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস

বুশফায়ার: অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস

‘বুশফায়ার’ আগুনের কারণে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩ জানুয়ারি) এক ফেসবুক বার্তায় বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষার করে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সেখানে কোনও বাংলাদেশি সাময়িক অসুস্থতায় আক্রান্ত হলে বা ধোঁয়া সংক্রান্ত চিকিৎসা সহযোগিতার প্রয়োজন হলে একদল চিকিৎসক ফোন বা মেসেজের মাধ্যমে সেবা দিতে সম্মত হয়েছে বলেও ওই বার্তায় জানানো হয়। চিকিৎসকরা হচ্ছেন- ডা. হাসিবুল, ডা. সাথিলা, ডা. সৈয়দা তওসিফ, ডা. শেখ ওয়াহাব, ডা. মোশাররফ হোসেন, ডা. আবুল হোসেন সৈয়দ ও ডা. সাইদুল আনসারি।

ওই বার্তায় বলা হয়, শনিবার দমকা বাতাসসহ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করতে পারে। এছাড়া ধোঁয়া ও ছাঁই গোটা ক্যানবেরাতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেখানকার বাতাসের অবস্থা স্বাভাবিক অবস্থার থেকে ৯ গুণ বেশি দূষিত বলে বিবেচনা করা হচ্ছে। এই অবস্থায় সবাইকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার অনুরোধ করেছে দূতাবাস।