বঙ্গবন্ধুর স্মরণে ১ মার্চ পালিত হবে জাতীয় বিমা দিবস

মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা)এখন থেকে প্রতি বছর ১ মার্চ জাতীয় দিবস বিমা দিবস পালিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এই দিনটিকে বিমা দিবসের জন্য বেছে নেওয়া হয়েছে। আজ বুধবার (৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মন্ত্রিপরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বৈঠক সম্পর্কে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, বিমা সম্পর্কে মানুষের মধ্যে ধারণা দিতে, বিমা সম্পর্কে ভালো করে জানাতে, বিভিন্ন ধরনের বিমার সুবিধা যাতে মানুষ পায় সেজন্যই এই দিবস পালনকে গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। বীমা দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত (সবচেয়ে গুরুত্বপূর্ণ) হিসেবে পালনের জন্য আবেদন করা হয়। তবে সরকার 'খ' (গুরুত্বপূর্ণ) শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনে অনুমোদন দেয়। 

কেন ১ মার্চকেই এই দিবসের জন্য বেছে নেওয়া হলো−জানতে চাইলে সচিব বলেন, ‘জাতির জনক ১৯৬০ সালের ১ মার্চ তারিখে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। ফলে এই দিনটিকে গুরুত্বসহকারে নিয়ে দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। মন্ত্রিপরিষদ এটা অনুমোদন করেছে।’