সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার বিরোধিতা করে মাহবুব তালুকদারের নোট

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেওয়ার বিরোধিতা করে আন-অফিশিয়াল (ইউও) নোট দিয়েছেন কমিশনার মাহবুব তালুকদার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তিনি এই  নোট দেন।

এতে কমিশনার মাহবুব তালুকদার উল্লেখ করেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম ও প্রচারকার্যে সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন। এ বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এটা সিটি করপোরেশন নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন। বিধিমালায় উল্লেখ করা হয়েছে ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণা বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।’ এমতাবস্থায় তারা কীভাবে এই নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করছেন, তা বোধগম্য নয়।’’

তিনি আরও বলেন, ‘‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করলে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট হবে। অন্যদিকে, এতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন আচরণ বিধিমালা কঠোরভাবে পরিপালন করা একান্ত আবশ্যক।

এমতাবস্থায় আসন্ন ঢাকা  উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বানে সংসদ সদস্যরা যেন অংশগ্রহণ না করেন, সে বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।’’

এধরনের বিষয়ে তিনি ২০১৮ সালের ২৫ মে একটি ইউও নোট দিয়েছিলেন বলেও এই ইউও নোটে উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে সংসদ সদস্যদের সিটি নির্বাচনের প্রচারণার সুযোগ দিতে নির্বাচনি আচরণ বিধি সংশোধনীর প্রস্তাব উঠেছিল কমিশনে। ওই প্রস্তাবের বিরোধিতা করে ইউও নোট দিয়েছিলেন মাহবুব তালুকদার। তখন তিনি কমিশন সভাও বর্জন করেছিলেন। পরে অন্য কমিশনারের ভোটে ওই প্রস্তাবটির বিষয়ে নীতিগত অনুমোদন দেয় কমিশন। অবশ্য পরে সেটা চূড়ান্ত রূপ নেয়নি।