ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বাংলাদেশ

বাংলাদেশ সরকার

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করবে বাংলাদেশ। এছাড়া সরকারি-বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠাগুলোতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব সাইদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিদ সাইদ আল সাইদের ইন্তেকালে ১৩ জানুয়ারি সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে সোমবার দেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি মারা যান ওমানের সুলতান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। সুলতানের মৃত্যুর পরই ওমানে তিনদিনের জাতীয় শোক পালনের ঘোষণা করা হয়।