ঢাকার দুই সিটির ভোট পেছানোর দাবি সরকার দলীয় এমপির

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনঢাকার দুই সিটি নির্বাচনে ভোটের তারিখ দুই দিন পেছানোর দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, ‘ভোটের তারিখ পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আপিল করা হয়েছে। এই আপিলের মাধ্যমে ভোট পেছানোর সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশেও ভোটের তারিখ দুই দিন পিছিয়ে দিতে পারেন।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-বিষয়ে আলোচনায়  অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

পঙ্কজ নাথ বলেন, ‘আমার মনে হয় সরস্বতী পূজার দিন ভোটের তারিখ রাখা একটি ষড়যন্ত্র। কারণ, হিন্দু ধর্মাবলম্বীরা নৌকায় ভোট দেন। এর মাধ্যমে তাদের ভোটের দিন পূজায় ব্যস্ত রাখা হবে। এতে অন্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

ভোট পেছানোর স্বার্থে এসএসসি পরীক্ষা পেছানোর প্রস্তাব দিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘নানা কারণে এসএসসি পরীক্ষা পেছানো হয়। এবারের এসএসসি পরীক্ষা দুই দিন পিছিয়ে দিয়ে ভোটও দুই দিন পিছিয়ে দেওয়া যায়। কারণ, ২৯ জানুয়ারি সকাল থেকে পূজার লগ্ন শুরু হয়ে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত থাকবে।’

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী—আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।