জরুরি বৈঠকে ইসি

নির্বাচন কমিশন
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বিক্ষোভ-অনশনের পর জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকাল ৪টার পর নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

মাগরিবের নামাজের জন্য একঘণ্টা বিরতির পর বৈঠক আবার শুরু হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। সরস্বতী পূজার কারণে ওই তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দলগুলোও ভোট পেছানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগেরও কোনও আপত্তি নেই বলে শুক্রবার জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।