অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দুই বিষয়ে গুরুত্ব

জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২১-২০২৫) দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। সেগুলো হলো ত্বরান্বিত সমৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্ন-উত্তরে যশোর-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।
কাজী নাবিলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রথম প্রেক্ষিত পরিকল্পনার সফল বাস্তবায়নের পর দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। এ সময় বাংলাদেশ মধ্যম আয়ের দেশ অতিক্রম করে উন্নত বিশ্বের সঙ্গে তুলনীয় এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত জনপদ হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্ন-উত্তর অনুষ্ঠিত হয়।