এবার শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায়

হজযাত্রী (ফাইল ছবি: সংগৃহীত)চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ (৩০ জুলাই) এই বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ‘এ বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন হচ্ছে।’ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরে সরকারি দলের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘এই বছরের পবিত্র হজ পালনের জন্য সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২০ সালে মোট এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর সংখ্যা নির্ধারিত হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজ পালনের সুযোগ পাবেন।’

বিএনপির জাহিদুর রহমানের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘২০১৯-২০২০ অর্থবছরে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রত্যেক সংসদ সদস্যের নির্বাচনি এলাকার মসজিদ সংস্কার-মেরামতের জন্য ২ লাখ টাকা এবং মন্দির সংস্কার-মেরামতের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।’ সংরক্ষিত আসনের সদস্যদের প্রত্যেকের অনুকূলে মসজিদ মেরামতের জন্য ১ লাখ টাকা এবং মন্দিরের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও তিনি জানান।