দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল

দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি

জামায়াতে ইসলামী বাংলাদেশের মুখপত্র দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) পরিচালক স. ম গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএফপি’র উপ পরিচালক ডায়ানা ইসলাম সিমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৯ সালের ১২ ডিসেম্বর “শহীদ আব্দুল কাদের মোল্লার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ” শিরোনামে অসত্য সংবাদ প্রকাশের জন্য দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হলো।