বিমসটেক কোস্টাল শিপিং চুক্তির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিমসটেক মহাসচিব শহিদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক সংস্থা বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলোর বৃহত্তর স্বার্থে বিমসটেক কোস্টাল শিপিং চুক্তি সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছেন।
বিমসটেক মহাসচিব শহিদুল ইসলাম রবিবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।
সাক্ষাৎ শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফিংকালে বলেন, ‘এ আঞ্চলিক সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পানি পথে সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বিমসটেক কোস্টাল শিপিং চুক্তি সম্পাদন প্রক্রিয়া সম্পন্ন করা খুবই প্রয়োজন।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৫ সালের যুদ্ধের পরে বন্ধ হয়ে যাওয়া বাণিজ্যিক রুটগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ আরও জোরদার হবে।
বিমসটেক মহাসচিব প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, বিমসটেক মোটর ভেহিক্যাল চুক্তি ও বিমসটেক কোস্টাল শিপিং চুক্তি সম্পন্ন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তিনি প্রধানমন্ত্রীকে বিমসটেক সচিবালয়ের কর্মকাণ্ড সম্পর্কেও অবহিত করেন তিনি।

এর আগে সাবেক ব্রিটিশ এমপি কেইথ ভাচ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খবর বাসস।