চীনে থাকা বাংলাদেশিদের নির্দেশনা মেনে চলার পরামর্শ

555চীনে থাকা বাংলাদেশিদের দেশটির সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এ পরামর্শ দেন।
শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি অনুরোধ করবো যে কয়েকটা দিন ফিরিয়ে আনতে সময় লাগবে সে পর্যন্ত চীন সরকারের প্রতিটি নির্দেশনা কোনও ব্যতিক্রম ছাড়া মেনে চলার জন্য। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ঠিকই, কিন্তু নিজের জীবনের স্বার্থে এবং ভাইরাসটি যেন কারও মাধ্যমে না ছড়ায় তা নিশ্চিত করতে চীনের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাগুলো মেনে চলতেই হবে।’
তিনি আরও লেখেন, ‘কী ধরনের বিমান আমরা পাঠাবো তা জানতে চেয়েছে চীন। যারা ফিরতে চান তাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আমরা দুই-একদিনের মধ্যেই সঠিক ধারণক্ষমতার বিমানটি নির্ধারণ করতে পারবো।’
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা চীনে অবস্থিত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধানের চেষ্টা করছেন। ঢাকা থেকে দূতাবাসের কার্যক্রমের সঙ্গে সমন্বয় ও তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও লিখেছেন, ‘এই কথাগুলো তাদের জন্য যারা খুব শঙ্কার মধ্যে আছেন চীনে। ঘরের মধ্যে একনাগাড়ে থাকতে বলাটাই একধরনের কোয়ারেন্টাইন ব্যবস্থা। ১৪ দিন সর্বোচ্চ, যার মধ্যে কম-বেশি ৭ দিন পার হয়ে গেছে।’
করোনা ভাইরাসের ‘জিন সিকুয়েন্স’ ইতোমধ্যে চীনের বিজ্ঞানীরা করে ফেলেছেন এবং ভ্যাকসিন তৈরি করে তা মানবদেহে পরীক্ষা করতে সর্বোচ্চ ৩ মাস সময় লাগবে। এর মধ্যে ১ মাস প্রায় পার হয়ে গেছে ফেসবুক পোস্টে বলা হয়েছে।

আরও পড়ুন...


করোনা ভাইরাস: চীনের উহানে আটকা পড়েছে ৫০০ বাংলাদেশি