‘ব্রেক্সিটের কোনও প্রভাব বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কে পড়বে না’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এর ফলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে রাষ্ট্রদূত ডিকসন বলেন, ‘ইইউতে যোগ দেওয়ার আগে থেকেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক। ইইউ থেকে বের হওয়ার কারণে এতে কোনও প্রভাব পড়বে না।’
তিনি বলেন, ‘ইইউ থেকে বের হওয়ার ফলে বাংলাদেশের মতো বন্ধু দেশগুলোর সঙ্গে আরও যোগাযোগ বাড়ানো সময়ের দাবি। আমরা এখন উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যুতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবো।’