সহিংসতা ঘটানোর চেষ্টা করলে সর্বাত্মক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামালবিএনপির ডাকা হরতাল জনজীবনে কোনও প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘হরতালে সবকিছু স্বাভাবিক রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যদি কোথাও কোনও সহিংসতা হয় বা কেউ ঘটানোর চেষ্টা করে, তাহলে জনগণ ও দেশের স্বার্থেই সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।’
রবিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। সব নির্বাচনে কিছু না কিছু সহিংসতা থাকে, কিন্তু এ নির্বাচনে এটি হয়নি। সুন্দর এবং ভালো পরিবেশে ভয়ভীতি ছাড়াই ভোটাররা ভোট দিয়েছেন।’
ভোটারদের উপস্থিতি কম থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভোটারদের উপস্থিতি কম ছিল, এটি স্বাভাবিক। সাধারণত জাতীয় নির্বাচন থেকে স্থানীয় সরকার নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকে। তবে কী কারণে ভোটারদের উপস্থিতি কম হলো, তা দল বিশ্লেষণ করবে।’
বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি একটি জাতীয় দল, তাদের পক্ষে এ ধরনের একটি হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হয়নি। কারণ কাল থেকে এসএসসি পরীক্ষা শুরু। তার আগের দিন হরতাল দেওয়া একদমই ঠিক হয়নি। জনগণ থেকে দলটি যে বিচ্ছিন্ন, এটি তার প্রমাণ।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ ছিল। কেউ যেন পক্ষপাতমূলক আচরণ না করে। সে কারণেই পুলিশ এবার কোনও পক্ষপাতমূলক আচরণ করেনি।’
নির্বাচনি সহিংসতায় মোহাম্মদপুরে সাংবাদিক আহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিক আহত হওয়ার বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’