দুই দিনের সফরে পটুয়াখালী যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে পটুয়াখালী যাচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে পটুয়াখালীর দুমকি ও কলাপাড়া উপজেলায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, পুটায়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। পটুয়াখালী জেলা সদর থেকে ৭০ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে কুয়াকাটা একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রাষ্ট্রপতি মঙ্গলবার বিকালে হেলিকপ্টারে কুয়াকাটা যাবেন এবং সেখান থেকে তিনি হেলিকপ্টারে দুমকি উপজেলা যাবেন।

রাষ্ট্রপতি ৫ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ জানান, সমাবর্তনে এক হাজার ৯৭০ গ্রাজুয়েটসহ মোট দুই হাজার ৯২৯ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। ছয় জনকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং ৬৩ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য স্বর্ণপদক দেওয়া হবে। সূত্র: বাসস।