সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি রোগীর খোঁজ রাখছে দূতাবাস





করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি রোগীর খোঁজ রাখছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছি, তাদের কিছু প্রয়োজন হলে আমরা প্রস্তুত আছি।’

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ডায়াগনসিসে ওই বাংলাদেশি শ্রমিকের করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর থেকে তাকে কোয়ারেন্টাইনে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোগীর নাম পরিচয় জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিঙ্গাপুরের আইন অনুযায়ী কোনও রোগীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যায় না।’
রাষ্ট্রদূত জানান, ওই শ্রমিক যে ডরমেটরিতে থাকতেন, সেখানে তার সঙ্গীদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমি আগেও বাংলাদেশিদের সাবধানে থাকতে সতর্কবাণী দিয়েছি। আজও আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সতর্কবাণী দেবো। যেন তারা সাবধান হয়।’