২০১৮ সালে ইঁদুরের পেটে গেছে এক লাখ মেট্রিক টন ফসল

ইঁদুর

২০১৮ সালে দেশের এক লাখ চার হাজার ৪৯২ মেট্রিক টন ফসল গেছে ইঁদুরের পেটে। সংসদে এ তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বেগম হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।  

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানান, প্রতি বছর ইঁদুরের আক্রমণে দেশের বিভিন্ন ফসলের বেশ ক্ষতি হয়ে থাকে। এর মধ্যে আমন ধানের ৫-৬ শতাংশ, গম ফসলের ৪-১২ শতাংশ, আলুক্ষেতের ৫-৭ শতাংশ ও  আনারসের ৬-৯ শতাংশ নষ্ট হয়ে থাকে। এসময় ইঁদুর দমনে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত বিভাগ দেশব্যাপী কাজ করছে বলেও জানান কৃষিমন্ত্রী।

দেশে ১৫.৫৮ শতাংশ বনভূমি রয়েছে

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন জানান, বর্তমানে দেশের বনভূমির আয়তন প্রায় ২৩ লাখ হেক্টর এবং তা দেশের মোট আয়তনের ১৫,৫৮ শতাংশ।

মন্ত্রী জানান, বন অধিদফতরের নিয়ন্ত্রণাধীন কোনও বিরানভূমি নেই। তবে কিছু কিছু এলাকায় বনের ভূমি জবরদখল রয়েছে। কিছু বনভূমি অবক্ষয়িত হয়েছে।