করোনা মোকাবিলায় চীনকে মেডিক্যাল সামগ্রী দিলো বাংলাদেশ

01চীনে করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় তাদের বিভিন্ন মেডিক্যাল সামগ্রী দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের হাতে এসব মেডিক্যাল সামগ্রী তুলে দেন।

মেডিক্যাল সামগ্রীর মধ্যে রয়েছে ১০ লাখ পিস হ্যান্ডগ্লাভস, পাঁচ লাখ পিস মাস্ক, দেড় লাখ পিস ক্যাপ, এক লাখ পিস হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার পিস জুতার কভার এবং আট হাজার পিস গাউন। এর সবকিছুই বাংলাদেশে তৈরি।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘চীন সফলতার সঙ্গে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছে। এই পরিস্থিতিতে চীনের পাশে আছে বাংলাদেশ।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই মেডিক্যাল সামগ্রী চীনকে দিচ্ছি।’
বাংলাদেশে করোনা ভাইরাস নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন থেকে যারা দেশে এসেছেন তারা সবাই সুস্থ আছেন।’
চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের সাময়িক কষ্ট হচ্ছে। কিন্তু আমরা তা কাটিয়ে উঠবো।’