বিদ্যুৎ খাতে জাপানকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জিরা

দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ খাতে জাপানকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশে জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কাজের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। কাজেই চাহিদা পূরণের জন্য এ খাতে আরও বিনিয়োগ প্রয়োজন।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান জিরা (জেইআরএ) কোম্পানির প্রেসিডেন্ট সাতশি ওনডার সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন।
তিনি বৈঠকে দেশের বিদ্যুৎ খাতের সম্প্রসারণে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন।
জিরা বলেন, তাদের কোম্পানি জাপানে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, যা দেশের মোট চাহিদার শতকরা ৫০ শতাংশ।
বাংলাদেশের সামিট পাওয়ার লিমিটেডের সঙ্গে যৌথভাবে ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সামিট-জিরা মিতসুবিশি কনসোর্টিয়াম ইতোমধ্যে কক্সবাজারের মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য সরকারের কাছে আগ্রহ প্রকাশ করে আগ্রহপত্র (ইওআই) জমা দিয়েছে। খবর বাসস।