আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড স্থাপনে বড় বিনিয়োগ লাগবে

ঢাকায় বিমসটেক আয়োজিত আঞ্চলিক কনফারেন্সআঞ্চলিক বিদ্যুৎ গ্রিড স্থাপন করতে হলে বড় বিনিয়োগ লাগবে এবং এজন্য আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় বিমসটেক আয়োজিত আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতার ওপর কনফারেন্সে তিনি একথা বলেন। 

তিনি বলেন, ‘বড় বিনিয়োগ লাগবে ট্রান্সমিশনে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক অর্থায়ন প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগ না হলে কথার কথাই রয়ে যাবে।’

আঞ্চলিক গ্রিডের সুবিধার বিষয়ে তিনি বলেন, এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়, দাম কমে, বিদ্যুতের মানও বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে এক দেশ আরেক দেশকে সহায়তা করতে পারে। 

তৌফিক বলেন, ‘আমাদের যাত্রা শুরু হয়েছে এবং এর মাধ্যমে আমরা একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো। ফলে ঝগড়া বিবাদ কমে গেলে এক দেশ আরেক দেশের প্রতি নির্ভরশীল হয় তখন সংঘর্ষ কম হয়। ইউরোপ ও রাশিয়ার মধ্যে কত ঝামেলা। কিন্তু রাশিয়া যেহেতু ইউরোপকে গ্যাস সরবরাহ করে সেই কারণে বিবাদ বেশি হয়নি। আমরা মনে করি অর্থনৈতিক উন্নয়নের জন্য এ ধরনের সম্পর্ক ভালো।’ 

মিয়ানমারের অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক কোনও অবস্থানই স্থায়ী না। আমরা চাই মিয়ানমার রোহিঙ্গা সমস্যার সমাধান করে আমাদের সঙ্গে বন্ধুত্ব করুক।’ 

বিমসটেকের মহাসচিব শহীদুল ইসলাম জানান, এই অঞ্চলে একটি সমন্বিত পাওয়ার গ্রিড তৈরির ক্ষেত্রে বিমসটেক বড় ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘এর ফলে সদস্য দেশগুলো তাদের প্রয়োজনে বিদ্যুৎ আমদানি ও রফতানি করতে পারবে।’ 

আঞ্চলিক গ্রিড হলে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ কম লাগে জানিয়ে তিনি বলেন, ‘এই বিনিয়োগ এই অঞ্চলের দেশ বাইরের কেউ করতে পারে।’ 

২০১৮ সালে বিমসটেক সমঝোতা স্মারক সই করেছে আঞ্চলিক গ্রিড কানেকশন স্থাপনের জন্য এবং এটি প্রমাণ করে এই বিষয়ে দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা আছে বলে তিনি জানান।