শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের ওসমানীনগরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপজেলার তাজপুর কাজিরগাঁওয়ে মরহুম আফতাব আলী মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।
মাহবুব আলী বলেন, সিলেট ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং ব্যবস্থা রয়েছে। রানওয়ের সম্প্রসারণের কাজ চলছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। চলমান কাজ শেষ হলেই আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামায় আর কোনও বাধা থাকবে না।
তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে আসতে। ইতিমধ্যে বিমানের অনেক দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানে যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কেউ রেহাই পাবে না।’
প্রতিমন্ত্রী বলেন, সিলেটের অধিকাংশ লোক যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের পতাকা বহনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশের যোগসূত্র নিশ্চিত করতে সরকার কাজ করছে। খবর বাসস।