আজ জাতীয় ভোটার দিবস

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এভাবেই ভোট দিতে পছন্দ করেন দেশের সাধারণ ভোটাররা।

আজ ২ মার্চ (সোমবার) জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শেষ হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। পরে বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও মাঠ প্রশাসনেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে।

দ্বিতীয়বারের মতো ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেবো।’

ভোটার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন এবং নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেন।

দিবসটিতে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে স্মার্টকার্ড-বিষয়ক অ্যাপ উদ্বোধন করা হবে। এসময় সিইসি নূরুল হুদা কিছু নতুন ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেবেন।