মজুত বাড়াতে ৫০ হাজার টন গম কিনছে সরকার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালচলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য সরকারি গুদামে মজুত বাড়াতে ৫০ হাজার টন গম কেনা হবে। প্রতি মেট্রিক টন ২৬৫ দশমিক ৩৮ মার্কিন ডলার দরে এই গম সরকারকে সরবরাহ করবে সিঙ্গাপুরের এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল। এতে ব্যয় হবে ১১২ কোটি ৭২ লাখ ১ হাজার ৫৫০ টাকা।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বনিম্ন দরদাতা হিসেবে এগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে গম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ঢাকার ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালকে ১৫০ থেকে বাড়িয়ে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এ জন্য ১৪৩ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় হবে। এটি বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে সর্বনিম্ন দরদাতা ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে।