নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার দেবে ফার্মেসি বিভাগ

করোনা প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার বানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগ। আগামীকাল রবিবার (১৫ মার্চ) ফার্মেসির অনুষদের ডিন, ডাকসুর সহযোগী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অনেকের উপস্থিতিতে এটি শিক্ষার্থীদের দেওয়া হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিভাগটির  সভাপতি ড. সীতেশ চন্দ্র বাছার।

তিনি বলেন, ‘আমরা শুরুতে খুব কম সংখ্যক বানিয়েছি। এটি করতে ফান্ড গঠন করা হচ্ছে। এটি পরবর্তীতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা আছে।’

এখনই হলে হলে দেওয়া  হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ২০০  বোতল তৈরি করেছি। এগুলোর সাইজে বড় হওয়ায় একটু ছোট ছোট বোতল করার পরিকল্পনা করা হয়েছে। তখন আমরা আরও বেশি সংখ্যাক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারবো।’