অবশেষে ভোট দিলেন আ.লীগ প্রার্থী

ভোট দিতে পেরেছেন আওয়ামী লীগ প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিনদ্বিতীয় দফায় কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছেন আওয়ামী লীগ প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। শনিবার বেলা সাড়ে ৩টায় কেন্দ্রে এসে ভোট প্রদান করেন তিনি।

প্রিজাইডিং অফিসার আহসানুল হক জানান, ‘নির্বাচন কমিশন থেকে আপডেট করে এসডি কার্ড নিয়ে আসা হয়েছে। এখন প্রথম চান্সেই ফিঙ্গার প্রিন্ট কাজ করেছে।’

এর আগে শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন এই প্রার্থী। এক ঘণ্টা ১৫ মিনিট অপেক্ষা করেও ভোট দিতে পারেননি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। অপেক্ষা করতে করতে পরে ১১টা ৫ মিনিটে তিনি ভোটকেন্দ্র থেকে চলে যান।

প্রথমে ছবিযুক্ত তালিকা দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না মেলায় জটিলতা সৃষ্টি হয়। পরে বাইরে রাখা প্রার্থীর গাড়ি থেকে ভোটার আইডি কার্ড নিয়ে আসা হয়। এতেও কাজ হয়নি। মেশিন অফ করে চালু করা হয়। নির্বাচনি কর্মকর্তারা তার কাছে থাকা অন্য একটি কার্ড দিয়েও চেষ্টা করেন। টিস্যু দিয়ে আঙুল মুছে ম্যাচ করানোর চেষ্টা করা হয়। তাতেও কাজ হয়নি। অন্য আরেকটি মেশিনেও চেষ্টা করা হয়, কিন্তু কাজ হয়নি।

প্রিজাইডিং কর্মকর্তা আহসানুল হক বাংলা ট্রিবিউনকে তখন বলেন, ‘উনি সম্প্রতি উত্তরা থেকে মাইগ্রেট হয়ে ধানমন্ডিতে এসেছেন। এসডি কার্ডে উনার তথ্য আপডেট হয়নি। ছবিযুক্ত হার্ড কপিতে উনার নাম আছে। কিন্তু ফিঙ্গারপ্রিন্টে আসছে না।’

প্রথমবারে ভোট দিতে না পারার বিষয়ে প্রার্থী বলেন, ‘টেকনোলজিতে এমন সমস্যা হয়। গতবার জাতীয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও এমনটি হয়েছিল। এটা হতেই পারে।’

আরও পড়ুন-

এটা হতেই পারে: মহিউদ্দিন

সোয়া এক ঘণ্টা অপেক্ষা করেও ভোট দিতে পারলেন না আ.লীগ প্রার্থী