শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা)

করোনাভাইরাসের কারণে সৃষ্ট চলমান পরিস্থিতিতে শ্রমিকদের বাড়িভাড়ার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (৩১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রফতানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এসব শিল্পে কর্মরত শ্রমিকরা সমস্যায় পড়েছেন। এ অবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে তাদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়িমালিকদের প্রতি অনুরোধ করছি।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন।