বর্ষবরণের সব অনুষ্ঠান স্থগিত

ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা (ফাইল ছবি)বর্তমান করোনা পরিস্থিতিতে বর্ষবরণের সব আয়োজন স্থগিত করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে জনসমাগম পরিহারের লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ তারিখ বা এ সময়ের সব অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এদিকে সরকারি নির্দেশনার প্রেক্ষিতে বর্ষবরণের সব আয়োজন স্থগিত করেছে ছায়ানট। সংগঠনটির নির্বাহী সভাপতি সারওয়ার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গানের মাধ্যমে মানুষকে সত্যিকারের মানুষ হওয়ার জন্য সাধনা করে ছায়ানট। করোনাভাইরাসের কারণে দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাদের সংস্কৃতিকর্মীদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। সব মিলিয়ে রমনা বটমূলে এবার বর্ষবরণের অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’


আরও পড়ুন:
স্বাধীনতার পর এবারই প্রথম ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান স্থগিত