উন্নয়ন কেন্দ্রের শিশুদের মুক্তি বা জামিনের সুপারিশ করবে এসসিএসসিসিআর

ভিডিও কনফারেন্সে এসসিসিআর’র নেতারা



করোনা সংক্রমণের মধ্যে দেশের উন্নয়ন কেন্দ্রগুলোয় থাকা শিশুদের মুক্তি কিংবা জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস (এসসিএসসিসিআর)। 


রবিবার (৫ এপ্রিল) নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নেতারা অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

এসসিএসসিসিআর’র চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী নেতৃত্বে বৈঠকে আরও অংশ নেন, কমিটির সদস্য বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জনসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের প্রতিনিধিরা।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন কিংবা মুক্তির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ করা হবে।