সংসদ অধিবেশন ১৮ এপ্রিল

সংসদ অধিবেশন (ফাইল ফটো)

আগামী ১৮ এপ্রিল সংসদের সপ্তম অধিবেশন বসছে। ওইদিন বিকাল ৫টায় বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। চলতি একাদশ সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে সংসদের এ অধিবেশন নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। আলোচনা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অধিবেশন চালানোর। অবশ্য স্বাভাবিক নিয়মেই অধিবেশন বসছে। এ অধিবেশন দুই-একদিন চলতে পারে।