নিজের নির্বাচনি এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

দিনে আনে দিনে খায় এমন হতদরিদ্র এক হাজার পরিবারের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী দেওয়া শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে তিনি এই ত্রাণ বিতরণ শুরু করেন।

তবে এসব ত্রাণ বিতরণের সময় তিনি কোথাও উপস্থিত থাকবেন না। তালিকা অনুযায়ী তার লোকজন ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেবেন।

received_2851049638311046জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলা ট্রিবিউনকে জানান, তার নির্বাচনি এলাকায় একেবারেই হতদরিদ্র এবং দিনে আনে দিনে খায়, এমন পরিবারের মধ্যে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী দেওয়া শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ত্রাণসামগ্রী দেওয়া অব্যাহত থাকবে।

ঢাকার সংসদীয় আসন-১২ এর অধীন হাতিরঝিল, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, শেরেবাংলা নগর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকা।

ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রথম দিনে এক হাজার পরিবারের কাছে চাল, ডাল, তেল, আলু, লবণ ও সাবানসহ ১০ কেজি ওজনের ব্যাগ পৌঁছে দেওয়া হয়।