গণপরিবহনও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

 

বাস, ট্রেন ও লঞ্চআগামী ২৫ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সঙ্গে মিলিয়ে গণপরিবহন বন্ধের সময়সীমাও বাড়ানো হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শনিবার (১১ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি পরিষেবা খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।