তালিকা থেকে নাটোর বাদ, যুক্ত ঝিনাইদহ

করোনাভাইরাসএখন পর্যন্ত করোনা আক্রান্ত জেলা ৬০টি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রাজশাহী বিভাগের নাটোরে করোনা রোগী পাওয়া গেলেও সেই ব্যক্তি আসলে ঢাকার বাসিন্দা। আর ঝিনাইদহে নতুন আক্রান্ত পাওয়া গেছে। তাই করোনা আক্রান্ত জেলার তালিকা যুক্ত হয়েছে ঝিনাইদহ আর বাদ গেছে নাটোর। তবে এখনও রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোরে করোনা শনাক্ত হয়নি।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘জেলাভিত্তিক বিশ্লেষণ করলে এখনও ঢাকা শহর এবং ঢাকা বিভাগেই সর্বাধিক আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। গতকাল বলেছিলাম আমাদের ৬০টি জেলা আক্রান্ত। আক্রান্ত না হওয়ার মধ্যে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি আছে। খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা আর ঝিনাইদহ বাদ ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ঝিনাইদহে করোনা রোগী পাওয়া গেছে। রাজশাহী বিভাগে নাটোরে আক্রান্ত নেই। যেই ব্যক্তির কথা বলেছিলাম তিনি ঢাকার। তার স্থায়ী ঠিকানা নাটোর উল্লেখ করায় সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আসলে তিনি ঢাকার বাসিন্দা। রাজশাহী বিভাগের নাটোর এখনও বাদ আছে। রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর বাদে ৬০টি জেলাতেই আমাদের করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।’

নাসিমা সুলতানা বলেন, ঢাকার ভেতরে সর্বাধিক আক্রান্ত এলাকাগুলো হচ্ছে রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী, মিরপুর, মিরপুর-১৪, তেজগাঁও, ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরা।