২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর ৮৪ শতাংশই ঢাকা বিভাগের

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা (ফাইল ফটো)গত ২৪ ঘণ্টায় মোট শনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে শতকরা ৮৪ দশমিক ৬৬ শতাংশ ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (৮ মে) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘শনাক্ত হওয়া রোগীদের সংখ্যা বিশ্লেষণে ঢাকা বিভাগে আছেন ৮৪ দশমিক ৬৬ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রামে পাঁচ দশমিক ১৩ শতাংশ, ময়মনসিংহে তিন দশমিক সাত শতাংশ, রংপুর বিভাগে দুই দশমিক ২৯ শতাংশ, সিলেট বিভাগে এক দশমিক ছয় শতাংশ, রাজশাহী বিভাগে এক দশমিক ৪০ শতাংশ এবং বরিশাল বিভাগে এক দশমিক ২৯ শতাংশ।

সংবাদ বুলেটিনে জানানো হয়, ঢাকা সিটিতে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে রাজারবাগে। এরপর কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও, মালিবাগ এবং পুরান ঢাকার বাবুবাজারে সর্বাধিক থেকে সর্বনিম্ন রোগী পাওয়া গেছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘এসব এলাকায় ২০০ থেকে শুরু হয়ে রোগীর সংখ্যা শেষ হয়েছে ৭৩ জনে।’

আরও পড়ুন:

করোনায় মৃত্যু দুইশ' ছাড়ালো, শনাক্ত ১৩ হাজার